শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

গার্মেন্ট শ্রমিক সংহতি, বহুমুখি হকার ও শ্রমজীবী সমিতির ইফতার

প্রকাশিত: ২৩ জুন ২০১৭   আপডেট: ২৩ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডট কম) : গার্মেন্ট শ্রমিক সংহতি এবং বহুমুখি হকার ও শ্রমজীবী সমিতি নারায়ণগঞ্জ জেলা ইফতার ও আলোচনা সভার আয়োজন করে। গণসংহতি আন্দোলন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভা প্রধান তাসলিমা আখতার। ঊক্ত সভায় আরো উপস্থিত ছিলন, গার্মেন্ট শ্রমিক সংহতির কার্যকরি সদস্য কায়সার হামিদ, বহুমুখি হকার ও শ্রমজীবী সমিতির সদস্য ইয়াসিন প্রধান, নারী সংহতি জেলার সম্পাদক পপি রানী সরকার, ছাত্র ফেডারেশন জেলার সভাপতি মশিউর রহমান রিচার্ড, প্রতিবেশ আন্দোলন জেলার সমন্বয়ক রফিকুল বাপ্পিসহ আরো অনেকে। তিনি বলেন, শ্রমিক রাজনীতি কেবল শ্রমিকদের জন্য নয়। শ্রমিক রাজনীতি সার্বিক রাজনীতির সাথে যুক্ত। বাংলাদেশের সকল পরিবর্তনে সমাজ সংস্কারে শ্রমিকরা অগ্রগামী ও সাহসী ভ’মিকা পালন করেছে। আমাদের বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকরা সকল ক্ষেত্রে এগিয়ে ছিল। কারণ তাদের হারানোর কিছু নেই। সম্পদশালী ও মধ্যবিত্তের পিছুৃটান থাকায় তারা সাহসী হয়ে উঠতে পারে না। তবুও সকল সীমাবদ্ধতা কাটিয়ে সমাজের যে মধ্যবিত্ত অংশ শ্রমিকের স্বার্থের রাজনীতি করনে তারা অবশ্যই অগ্রগামী। “শ্রমিক রাজনীতিতে মধ্যবিত্ত কর্মী ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ” শীর্ষক এ আলোচনা সভা ২৩ জুন বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়। সংগঠনটির জেলার সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, বহুমুখি হকার ও শ্রমজীবী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর রিপন, গার্মেন্ট শ্রমিক সংহতি জেলা সমন্বয়ক অঞ্জন দাশ । সভার মূল আলোচক তাসলিমা আখতার আরো বলেন, বর্তমানে বাংলাদেশে শিল্পের বিকাশ হলেও কারখানা গুলোতে গণতান্ত্রিক কর্ম পরিবেশ না থাকয় শ্রমিকরা পূর্বের মত সংঘবদ্ধ অন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিতে পারছে না। এছাড়া দুর্বৃত্তায়ন ও ব্যাক্তি মালিকানার রাজনীতির প্রসারের ফলে শ্রমিকরা এখন কেবল নেতা হওয়ার সিড়ি হিসেবে রয়ে গেছে। ফলে শ্রমিকের কাঁধে ভর করে ভাগ্য পরিবর্তন হতে দেখি অনেকের। কিন্তু শ্রমিকদের ভাগ্য আর পরিবর্তিত হয় না। অস্বাস্থ্যকর কর্ম পরিবেশ ও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা শ্রমিকরা তাদের অধিকার আদায়ে তৎপর ভুমিকা রাখতে পারে না। ফলে গায়ে গতরে শ্রমিক না হয়েও যে মধ্যবিত্তের একটা অংশ শ্রমিকরে প্রতিনিধিত্ত করে তারাও শ্রমিক।
এই বিভাগের আরো খবর