শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

যথাযথ ভাবগাম্ভীর্যে জুমাতুল বিদা পালিত

প্রকাশিত: ২৩ জুন ২০১৭   আপডেট: ২৩ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও যথাযথ ভাবগাম্ভীর্যে জুমাতুল বিদা পালিত হয়েছে। জুমাতুল বিদা পালন করার উদ্দেশ্য নারায়ণগঞ্জের মসজিদে মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে। বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ রব্বুল আ’লামিনের কাছে প্রার্থনা করা হয়। শুক্রবার ২৭ রমজান হওয়ায় আগামী সোম কিংবা মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর। এই হিসেবে আজকে পবিত্র জুমাতুল বিদা। মূলত জুমাতুল বিদা’র মধ্য দিয়ে রমজানকে বিদায় জানানো হয়। নারায়ণগঞ্জের ধর্মপ্রাণ মুসল্লিরা যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে পবিত্র রমজান মাসকে জুমাতুল বিদার মাধ্যমে বিদায় জানায়। জুমাতুল বিদা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের প্রতিটি মসজিদে মুসল্লিদের ঢল নামে। সকাল ১১ টা থেকেই মসজিদে মুসল্লিদের আগমন ঘটতে থাকে। নামায শুরু হওয়ার অনেক পূর্বেই মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নামাযের পূর্ব মুহূর্তে জায়গা না পেয়ে অনেক মুসল্লীদের মসজিদ প্রাঙ্গনে নামায আদায় করতে দেখা গেছে। নারায়ণগঞ্জের জামতলার সিটি কর্পোরেশন কর্তৃক মসজিদ, ডিআইটির নূর মসজিদ, চাষাড়স্থ রেলওয়ে মসজিদে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব মসজিদে আযান দেয়ার সাথে সাথে মুসল্লীদের ঢল নামে। মুসল্লীরা রোজা রেখে নামায আদায় করতে আসে। মসজিদে নামাজ পড়তে আসা জামতলার বাসিন্দা ইকবাল সাহেবের সাথে কথা বললে তিনি বলেন, দেখতে দেখতে পবিত্র মাহে রমযান শেষ। আগামী বছর রমযান মাস পাই কি না তা জানি না। আল্লাহ যাতে আমাদের সকলের এই মাসের যাবতীয় ইবাদাত কবুল করে নেন। নিজ সন্তানকে মসজিদে নিয়ে আসা মোঃ রাজিন মাহমুদ বলেন, রমযান মাসের আদর্শ অনুযায়ী যাতে সামনের দিনগুলো কাটাতে পারি এবং কুরআনের আদর্শ মতো আমরা যাতে চলতে পারি আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করেন। আমাদের দেশের বিপর্যস্ত সকল মানুষকে আল্লাহ যেন হেদায়েত দান করে।
এই বিভাগের আরো খবর