শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

এবার সোনারগাঁ ও বন্দর থানার ৫ এসআইসহ ৯ কনেস্টেবল প্রত্যাহার

প্রকাশিত: ২০ জুন ২০১৭   আপডেট: ৩ জুলাই ২০১৭

ডেস্ক সংবাদ (যুগের চিন্তা ২৪ ডটকম) : অনৈতিক কর্মকান্ড, গ্রেপ্তার বানিজ্য, ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজি অভিযোগে প্রমানিত হওয়ার সোনারগাঁ ও বন্দর থানা ৫ এস আই ও ৯ কনেস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় জেলা পুলিশ সুপার মঈনুল হক তাদের প্রত্যাহারের নির্দেশ দেন। প্রত্যাহারকৃতরা হলো- সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) দিদারুল ইসলাম, মারুফুর রহমান ওরফে মারুফ, জহিরুল ইসলাম ও নাজমুল আলম। বন্দর থানার ধামগর ফাঁড়ির এসআই মাজহারুল ইসলাম। নারায়ণগঞ্জ জেলা পুলিশের রিজার্ভ অফিসার (আরও) মনির হোসেন বিষয়টি স্বীকার করে জানান, সোনারগাঁ থানার ৪ এসআই ও ৯ কনেস্টবল ও বন্দর থানার ধামগড় ফাঁিড়র  ১ জন এসআইকে প্রত্যাহার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্য, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। প্র্রসঙ্গত, গত ২৩ মে মাদক দিয়ে ফাঁসানো ও জমি দখলে সহায়তার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু.সরাফত উল্লাহ, ওসি, তদন্ত আবুল হোসেন ও এসআই ওমর ফারককেও প্রত্যাহার করা হয়েছিল। ঘটনাটি জেলা জুড়ে বেশ আলোচিত হয়।
এই বিভাগের আরো খবর