শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার নিন্দা না.গঞ্জ মহানগর ছাত্রদলের

প্রকাশিত: ১৮ জুন ২০১৭   আপডেট: ১৮ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি নেতাদের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। রোববার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রশু, মহানগর ছাত্রদল নেতা শেখ মাগফুর ইসলাম পাপন, সাইদুর রহমান, কাউসার রায়হান খান, শরিফুল ইসলাম শাফিন, মোঃ মহসিন হোসেন, রফিকুল ইসলাম, রায়হান সরকার, শফিকুল ইসলাম রাফিন, শরীফ খান, রাকিবুর রহমান সাগর, জহিরুল ইসলাম হিরণ মল্লিক, এএইচ সৌরভ আহমেদ, মেহেদি হাসান সাইফুল ইসলামসহ ছাত্রদল নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপি নেতাদের গাড়ি বহরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তা প্রতিহিংসার রাজনীতির নিকৃষ্টতম উদাহরণ। নেতৃবৃন্দ বলেন, জনবিচ্ছিন্ন সরকারের পায়ের তলায় মাটি না থাকায় মানবতা, সভ্যতা ও শিষ্টাচার বলতে তাদের কাছে আর কিছুই অবশিষ্ট নাই। তারা বিরোধীদল দমনে সন্ত্রাসী কায়দায় পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রের ভাষা বুঝে না বলেই মহাসচিবের উপর হামলার মধ্য দিয়ে আবারো গণতন্ত্রকে কলঙ্কিত করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এই বিভাগের আরো খবর