শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১৬ জুন ২০১৭   আপডেট: ১৬ জুন ২০১৭

  1. স্টাফ রির্পোটার (যুগের চিন্তা ২৪ ডটকম) : নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগ কতৃক আয়োজিত বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার মোল্লা বলেন, আওয়ামীলীগের মাথার উপর কাঁঠাল রেখে কোস খেয়ে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি বলেন কৃষকলীগের কমিটি আগামী মাসের মধ্যে গঠন করা হবে। সবাই মিলেমিশে কাজ করলে নারায়ণগঞ্জ মহানগরের কৃষকলীগের একটি শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত হবে। দেশ নেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা কৃষকলীগের একটি শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত করবো। বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সাধারন সম্পাদক এডভোকেট খন্দকার সামছুল হক রেজা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সর্বপ্রথম যে দলটির নাম ঘোষনা দিয়েছিলেন সেই দলটির নাম হল বাংলাদেশ কৃষকলীগ। আওয়ামীলীগের জন্মলগ্ন থেকে কৃষকলীগ সৃষ্টি হয়েছে। এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন বাংলার  কৃষকদের হাসি ফুটানোর জন্য। দেশ নেত্রী শেখ হাসিনা কৃষকলীগ পরিচালনা করার জন্য আমাদের বিভিন্ন ভাবে প্রভাবিত করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের কৃষকলীগকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। তাই এ ষড়যন্ত্র থেকে আমাদের কৃষকলীগকে বাঁচাতে হবে। আগামী এক মাসের মধ্যে সকল জেলা ও ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে কৃষকলীগকে সু-প্রশারিত করবো। নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন বলেন ২০০০ সাল হতে কৃষকলীগ করে আসছি। কিন্তু আমাদের কোন মূল্যায়ন করা হয় নাই। আপনারা বলেন কিভাবে আমরা সম্মানের আসনে ভুষিত হব। আমাদের মধ্যে যে দ্বিধা দ্বন্দ রয়েছে তা নিরসন করার জন্য সবার সহযোগীতা প্রয়োজন। তাই কমিটি গঠনের মাধ্যমে সকল সমস্যা সমাধান করে কৃষকলীগকে একটি শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত করবো। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই নারায়ণগঞ্জ থেকে আওয়ামীলীগের উৎপত্তি হয়েছে। ঢাকার নেতারা সে সময় অপেক্ষায় থাকতো আনোয়ার হোসেন কখন নারায়ণগঞ্জ জেলা থেকে মিছিল নিয়ে আসবে। আমি যে সময় মিছিল ঢাকা নিয়ে যেতাম সে সময় তারা বলতো আনোয়ার মিছিল নিয়ে এসেছে। নারায়ণগঞ্জের মিছিল গিয়ে ঢাকাকে পরিপূর্ণতায় ভরে রাখতো। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে আমি মায়ের মতো ও বোনের মতো সম্মান করি। তিনি ও আমাকে ছোট ভাইয়ের মতো ¯েœহ করেন। তিনি আমাকে মেয়র না বানিয়ে গুরুত্বপূর্ণ জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন। এ সময় তিনি বলেন, আমি মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহন করার জন্য প্রস্তুত ছিলাম। ঠিক সেই মূহূর্তে তিনি আমাকে মেয়র নির্বাচনে অংশ গ্রহন করতে নিষেধ করেন। সেই সময় আমি অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হই। ঠিক সেই মূহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন দিয়ে ছিলেন। তখন আমি কান্নায় ভেঙ্গে পড়লাম। সে  সময় প্রধানমন্ত্রী আমাে কবলেছেন আনোয়ার তুমি কেন ভেঙ্গে পড়ছো। আামি তো আছি। আমি তোমাকে তার চেয়ে সম্মান জনক আসনে বসাবো। তখন তিনি বললেন, তোমাকে জেলা পরিষদের চেয়ারম্যানের পদ দিব। ঠিক সেই মূহূর্তে তিনি আমার জন্য যা করেছেন তা আমি কখনো  ভুলবোনা। তার অনুপ্রেরনার কারনে আমি বিনা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় জেলাপরিষদের চেয়ারম্যান হয়েছি। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর একমাত্র শ্রদ্ধা ভাজন হয়ে বেঁচে থাকতে চাই। জননেত্রী আমার প্রানের মানুষ, বঙ্গবন্ধু আমাদের সবার প্রিয় নেতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতোনা। এ সময় তিনি সবার সামনে বলেন নারায়ণগঞ্জকে আমি কলঙ্ক মুক্ত করেছি। নারায়ণগঞ্জে সকল ক্ষেত্রে আমার অবদান রয়েছে। তিনি বলেন কোন  ব্যক্তির জন্য সংগঠন থেমে থাকেনা। কেউ না কেউ সংগঠনের হাল ধরে। আজ কৃষকলীগের মতো একটি দল হয়েছে বলে সবাই একত্রিত হয়েছি। এ সময় তিনি বলেন, আমরা এক মাসের মধ্যে কমিটি গঠন করে দিব। আপনাদের মধ্যে যে বিরোধ আছে তা দূর করতে হবে। আওয়ামীলীগ ও যুবলীগ এর মধ্যে কোনন বিরোধ নেই। তাই আপনাদের মধ্যে কোন বিরোধ না  থাকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা তৃণমূল পর্যায় থেকে বর্তমান অবস্থানে উঠে এসেছি। তাই আমরা সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের জন্য কাজ করবো। এ সময় তিনি বলেন হাইব্রিট কাউয়া দিয়ে কোন কমিটি গঠন করা হবেনা। আমরা ত্যাগী নেতাদের মূল্যায়ন করবো। তিনি বলেন আওয়ামীলীগ ও যুবলীগের মধ্যে অনেক কাউয়া ঢুকে গেছে তাই কাউয়াদের বিতারিত করতে হবে। বাংলাদেশ কৃষকলীগ মহানগর শাখা আহ্বায়ক শাহাজালাল খোকন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা, বাংলাদেশ কৃষকলীগ সাধারন সম্পাদক এডভোকেট খন্দকার সামছুল হক রেজা নারায়ণগঞ্জ মহানগর ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি নাজিমুদ্দিন আহম্মেদ, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান সম্পাদায়ের নারায়ণগঞ্জ  জেলার সভাপতি গোপীনাথ।
এই বিভাগের আরো খবর