শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

শিক্ষা খাতে-বরাদ্দের দাবিতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও মিছিল

প্রকাশিত: ৮ জুন ২০১৭   আপডেট: ৮ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : দূর্নীতি ও লুটপাট বন্ধ, জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ ও নারায়ণগঞ্জ পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর, প্রদক্ষিন করে। ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন বাসদ না:গঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, জেলার সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক মুন্নি সর্দার নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ শাখার সংগঠক নেতৃবৃন্দ বলেন-অর্থমন্ত্রী সংসদে যে বাজেট পাশ করেছে তাতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের কথা বলা হয়েছে। অর্থাৎ শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বরাদ্দ ১৬.৪ শতাংশ। অর্থমন্ত্রী কারসাজি করে শিক্ষার সাথে প্রযুক্তি যুক্ত করে দেখিয়েছেন কিন্তু প্রযুক্তি বাদ দিলে বাস্তবে শিক্ষা খাতে বরাদ্দ ১২.৬ শতাংশ অর্থাৎ শিক্ষা খাতে বরাদ্দ কমেছে। খোদ শিক্ষামন্ত্রীও ও শিক্ষা খাতে-কম বরাদ্দ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের ছাত্র সমাজের যে দাবি তাকে উপেক্ষা করা হয়েছে। অর্থমন্ত্রী শিক্ষা বাজেটের সঙ্গে প্রযুক্তি নামে যা যোগ করলেন তা হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাজেট, যা এবারের বাজেটের মোট আকারের ৩.৮ শতাংশ। নেতৃবৃন্দ জনগনের উপর বিশাল আকারের ট্যাক্স-ভ্যাট চাপিয়ে দেয়ার জন্য সরকারের কঠোর সমালোচরা করেন। এছাড়া নারায়ণগঞ্জ একটি পূর্নাঙ্গঁ পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবি জানান। সাম্প্রতিক সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে- ৫ গুণ বেশি বেতন নির্ধারন করার জন্য অর্থমন্ত্রীর যে প্রস্তাবনা তার তীব্র বিয়োধীতা করেন নেতৃবৃন্দ। সাথে সাথে অর্থমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্বে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহবান জানান।
এই বিভাগের আরো খবর