শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

বোশেখি রাত

প্রকাশিত: ১৪ মে ২০১৯  

গতকাল রাতে আমি তোমার চিবুক ছুঁয়েছি-
ছুঁয়েছি যন্ত্রণা অপালাপ ব্যাথার অভিমান, 

 

ফসফরাস পাতার মতন
মর্মর ছাই সুলভ মেঘ চঞ্চলতা
ঈর্ষান্বিত আচরণ, দেখেছি করতল মিনারে।

 

ঈষৎ আহত ব্যান্ডেজ নিয়ে তুমি ঝাপটাতে থাকো
কার বুকে, কোন সে আগুন গিলে খায় তোমার চোখ!


   
        - তখন উলঙ্গ রাত্রি ভেজা শিশিরের শব্দ
         
        - তখন ঘুমের সূত্রে পরিযায়ী পাখির মিছিল
     
        - তখন বোবা চিৎকারে ঝি ঝি পোকার ডাক

        - তখন মাস্তুলে ঝুলে থাকে চাঁদ, কার বিষাদ?

 

গতকাল রাতে আমি তোমার চিবুক ছুঁয়েছি-
ছুঁয়েছি বোশেখি রাত।


মিলন মাহমুদ