শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

জীবন ও সময় মুখোমুখি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

জীবন একদিন সময়ের স্রোতে ভেসে যায়
তখন মূল্যহীন হয় বেঁচে থাকার শেষ বিশ্বাস-
একদিন তারুণ্যে ইচ্ছে ছিলো-শক্তি ছিলো
কল্পনা ছিলো আঙুলের ডগায় পৃথিবী ঘুরবে
চাঁদ হবে আমাদের শান্তি আর সূর্য তার জন্ম-দাতা।

 

একদিন স্বপ্নের জন্ম হতো এদেশের আনাচকানাচে 
সবুজ বৃক্ষের পাতায় পাতায়
একদিন ব্যাঙের ছাতাকে স্বপ্ন বলে জানতাম- সেই স্বপ্ন আজ হয়েছে উধাও।

 

সাগরের নীল জল মিকেলের কাব্য 
প্রেয়সীর ঝিনুকের মালা
গল্পের হ্যামিলন নগর, সেই হ্যামেলিনের বাঁশিওয়ালা-
স্বাপ্নিক মাতাল আমি, ভুলে গেছি পরলৌকিক প্রাণের আয়োজন 
সুখ আছে কষ্ট আছে শুধু স্বাধীনতা নেই।

 

জীবন ও সময় আজ মুখোমুখি
এখানে কিচ্ছুটি নেই
তবু স্বপ্ন ও মন দর্শক হয়ে দাঁড়িয়ে আছে এখানে।


স্বজন নাহিদ