শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

সোনারগাঁয়ে মান্নান,আঙ্গুর,দিপুকে আসামী করে ১৬৫জনের বিরুদ্ধে মামলা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে বিএনপির ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

 

রবিবার (২৯ অক্টোবর) বিকেলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম।

 

মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আড়াইহাজারের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুবদল নেতা শহিদুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিবসহ ৮৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

 

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে কাঁচপুরে বিএনপি নেতারা পরস্পর যোগসাজশে দেশ ও সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের প্রচেষ্টাসহ ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়। 

 

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, সোনারগাঁ থানার ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় এজাহারনামীয় আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

এই বিভাগের আরো খবর