শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

সিদ্ধিরগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী সেলিম মজুমদারের রিমান্ড নামঞ্জুর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার সিদ্ধিরগঞ্জের আদমজীর চিহ্নিত সন্ত্রাসী ও ৮ মামলার আসামি সেলিম মজুমদারের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এ রিমান্ড নামঞ্জুর করেন । এর আগে ৭ দিনের রিমান্ড  চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়।

 

গ্রেপ্তারকৃত সেলিম মজুমদার সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি আসলামের ভাই ও তেল ব্যবসায়ী স্বপন মণ্ডলের সহযোগী। চাঁদাবাজি, জবর দখল, প্রভাব বিস্তারসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মামলাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।  গ্রেপ্তারকৃত সেলিম মজুমদার সিদ্ধিরগঞ্জের কমদমতলী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

 

গত রোববার দুপুরের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার হারুন অর রশিদ সংবাদ সম্মেলন করে জানান, চাঁদার দাবিতে শনিবার আদমজী ইপিজেডের ব্যবসায়ীর উপর হামলা করে মারধর অভিযোগে সেলিম মজুমদার ডিাব পুলিশ গ্রেফতার করে। সে নিজেকে কখনো স্বেচ্ছোসেবক দল নেতা বা কখনো তাঁতী লীগের নেতা পরিচয় দিয়ে থাকে । সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মামলাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

 

উল্লেখ্য চাঁদার দাবিতে গত শনিবার দুপুরে আদমজী ইপিজেডের ঠিকাদার মাসুদুর রহমানের উপর সন্ত্রাসী সেলিম মজুমদারের নেতৃত্বে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করা হয়। এ ঘটনায় আহত ব্যবসায়ি বাদী হয়ে সেলিম মজুমদারকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 

এরআগে চাঁদা না পেয়ে গত ২৫ আগস্ট ৩০০ শ্রমিকের খাবার ছিনিয়ে নিয়ে যায় সেলিম বাহিনী। এদিকে সেলিম মজুমদারের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক।

এই বিভাগের আরো খবর