শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

সরকার কাঁচা পাট রপ্তানিতে বাধা দেবে না : মন্ত্রী গাজী

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

যুগের চিন্তা ২৪ : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ১৯টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।


কাঁচা পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি, দেশের অভ্যন্তরে পাটের পণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণে সরকার কাজ করছে। 


তবে কাঁচা পাট রপ্তানিতে সরকার বাধা দেবে না। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সদস্যদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। 


এসময় উপস্থিত ছিলেন বিজেএর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ। 
 

এই বিভাগের আরো খবর