শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

যথা সময়েই হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ মে ২০২০  

করোনাভাইরাসের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি হবে না তা নিয়ে আলোচনা চলছিল। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই বিতর্কের অবসান ঘটিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সেখানে জানানো হয়েছে, সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চালাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


মূলত বৃহস্পতিবারের আইসিসির বোর্ড সভাকে কেন্দ্র করেই আসছিল নতুন খবর। কিন্তু বুধবার রাতে আইসিসি জানিয়ে দিল, বিশ্বকাপের সূচি পরিবর্তনের সম্ভাবনা নেই। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ আয়োজনের সকল প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিবর্তনের যে খবর বেরিয়েছে সেটি একেবারেই ভিত্তিহীন। আমরা যথাসময়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চালাচ্ছি। কোভিড-১৯ ভাইরাসের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা পর্যবেক্ষণে রেখে ও সুরক্ষার কথা বিবেচনা করে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।’


আজ  আইসিসির বোর্ড সভায় বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত আসতে পারে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই বোর্ড সভায় যোগ দেবে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত সবগুলো দেশের সভাপতি।

 

এই বিভাগের আরো খবর