শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট পাগলা উচ্চ বিদ্যালয় জয়ী

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

যুগের চিন্তা ২৪ : বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-২০ এর খেলায় পাগলা স্কুল ৫ উইকেটে হারিয়েছে সোনারগাঁ বৈদ্যের বাজার এন.এ.এম. পাইলট স্কুলকে। বুধবার (১২ ফেব্রয়ারি) ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলা অনুষ্ঠিত হয়।

 

পাগলা উচ্চ বিদ্যালয়ের তুষারের অল রাউন্ড পারফরমেন্স দলকে জয়ের ঠিকানায় নিয়ে যায়। সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বৈদ্যের বাজার এন.এ.এম. পাইলট স্কুল ১৫৯ রানে সবাই আউট হয়ে যায়।

 

ওয়ান ডাউনে নামা রানা ৩১ রান করেন ৫৯ বল খেলে। এবং মিডল অর্ডারে নামা ব্যাটসম্যান নাজমুল ২৫ বলে করেন ২৫ রান। রিফাত করেন ১২ রান। তাদের স্কোরে সবচেয়ে বেশি রান করেছে অতিরিক্ত স্কোর! ৫৪ রান পেয়েছে প্রতিপক্ষের কাছ থেকে। 

 

৬ নম্বরে বল করতে এসে তুষার ৯ ওভারে ৪১ রানে তুলে নেন ৪ উইকেট। আদিব ৪ ওভার বল করে ২৪ রানে পান ৩ উইকেট। ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় পাগলা উচ্চ বিদ্যালয়। ওয়ান ডাউনে নামা তুষার ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন। ৫৫ বলে ৪৬ রানে আউট হবার আগে চার মেরেছেন ৪টি এবং ছয় মেরেছেন ৩টি। 

 

তুষারের আউটে চাপে পড়ে পাগলা উচ্চ বিদ্যালয়। সামাল দেন অভিজ্ঞ রোহান ও অধিনায়ক নাঈম। এ দু’ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জেতান। নাঈম ৩৫ বলে ৫ বাউন্ডারিতে ২৭ এবং রোহান ৩৫ বলে ২ বাউন্ডারিতে করেন ২৩ রান। আদিব আউট হন ১৫ রানে। শাহরিয়ার ২ ছক্কায় ফিরেন ২২ রানে। বৈদ্যের বাজার এন. এ এম. পাইলট স্কুলের নাজমুল,রবিন,সাব্বির ও আবির ১টি করে উইকেট পান।

 


পরবর্তী খেলা আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) খেলা বার একাডেমী স্কুল বনাম ফতুল্লা পাইলট স্কুলের মধ্যে সকাল-৯ টায় ওসমানী পৌর স্টেডিয়াম অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর