শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

পাইওনিয়ার ফুটবল সুপার লীগে মুন্সিগঞ্জ ও জয়পুরহাটের জয় 

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার আলীগঞ্জ মাঠে অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবল সুপার লীগে দিনের প্রথম খেলায় আজ গ্রিন ওয়েলফেয়ার সেন্টার মুন্সিগঞ্জ, মিরপুর সিটি ক্লাব জুনিয়রের বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করে।দিনের দ্বিতীয় খেলায় আক্কেলপুর ফুটবল একাডেমি জয়পুরহাট ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে নোয়াপাড়া ফুটবল একাডেমি নারায়ণগঞ্জকে। 


গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার মুন্সিগঞ্জের পক্ষে ৩ টি গোলের মধ্যে দুটি গোলই আসে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্ট্রাইকার রাতুলের পা থেকে। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন রাতুল। খেলার দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথায় আরও একটি গোল পায় গ্রিন ওয়েলফেয়ার সেন্টার মুন্সিগঞ্জ। দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার রাতুল একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে বিপক্ষের দু"জন খেলোয়াড়কে কাটিয়ে দৃষ্টিনন্দন গোল করে জোড়া গোল করার কৃতিত্ব দেখান।


খেলার অন্তিম মুহূর্তে দলের পক্ষে সাইফুল আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। ফলে ৩-০ গোলে জয়লাভ করে মাঠ ছাড়েন গ্রিন ওয়েলফেয়ার সেন্টার মুন্সিগঞ্জ। পক্ষান্তরে সিটি ক্লাব জুনিয়র মিরপুর আপ্রাণ চেষ্টা করেও গোলের ব্যবধান কমাতে পারেনি।


দিনের দ্বিতীয় খেলায় একে অপরের মুখোমুখি হয় আক্কেলপুর ফুটবল একাডেমি জয়পুরহাট ও নোয়াপাড়া ফুটবল একাডেমি নারায়ণগঞ্জ। আক্কেলপুর ফুটবল একাডেমির পক্ষে খেলার প্রথমার্ধের ১০ মিনিট ও ৩০ মিনিটের  মাথায় দুটি গোল করে দলকে এগিয়ে নেন রাহাত। পক্ষান্তরে খেলার দ্বিতীয়ার্ধে নোয়াপাড়া ফুটবল একাডেমি কোন গোল করতে না পারলেও আক্কেলপুর ফুটবল একাডেমির খেলোয়াড়েরাই আত্মঘাতি গোল করে। ফলে আক্কেলপুর ফুটবল একাডেমি ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।  

     
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাজ্জাদ হোসেন ও সহকারী রেফারির দ্বায়িত্ব পালন করেন আহম্মেদ রাফসান জানি, মো. শাকিল মিয়া, মো. নুর হোসেন।  


এসময় উপস্থিত ছিলেন, আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ, সহসভাপতি মো.ফরিদ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মো.রফিকুল ইসলাম শামীম, সদস্য মিজানুর রহমান ও সাইফুল আজম রাজিব, মামুন, বাফুফের খেলোয়ার বাছাই কমিটির অন্যতম সদস্য মাহমুদ হোসেন সুজন ও  পাইওনিয়ার  ফুটবল লীগ কমিটির প্রতিনিধি ফেরদৌস রাহুল।

এই বিভাগের আরো খবর