শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নারায়ণগঞ্জ বার নির্বাচনে চূড়ান্ত বৈধ ৩৬ প্রার্থী

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট : চলতি মাসের ২৯ তারিখ অনুষ্ঠিতব্য আইনজীবী সমিতির নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বঙ্গবন্ধু আওয়ামী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী পরিষদ যৌথ প্যানেলের দুই প্রার্থী হলেন সমাজসেবা সম্পাদক রোমেল মোল্লা ও  আপ্যায়ন সম্পাদক মামুন সিরাজুল মজিদ।


সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের, সভাপতি পদে এড. মোহসীন মিয়া, সেক্রেটারি পদে এড.মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে এড.বিদ্যুত কুমার সাহা, সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ এড.মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক হিসেবে এড.আবুল বাশার রুবেল, লাইব্রেরী সম্পাদক হিসেবে এড.মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক হিসেবে এড.মো.রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক পদে এড.ফাহমিদা আক্তার সিমী, সমাজসেবা সম্পাদক পদে হাসিবুল হাসান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান তানিয়া, কার্যকরী সদস্য পদে মো.আসাদুল্লাহ সাগর, দেলোয়ার হোসেন সুজন, এড. মো.কামরুল হাসান, এড.কামরুন নেসা এবং এড.মো.আজিম ভূঁইয়া। 


অপরদিকে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের, সভাপতি পদে এড.সরকার হুমায়ূন কবির, সেক্রেটারি পদে এড.আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহসভাপতি পদে এড.রফিক আহমেদ, সহসভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলম খান, কোষাধ্যক্ষ এড.শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক হিসেবে এড.আহসান হাবিব ভূইয়া, লাইব্রেরী সম্পাদক হিসেবে এড.জাহিদুল ইসলাম মুক্তা, ক্রীড়া সম্পাদক হিসেবে এড.জিয়াউল আহম্মেদ জিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক পদে এড.সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে আলী হোসাইন, কার্যকরী সদস্য পদে হেলাল উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, এড.হাফিজুর রহমান, এড.মজিবুর রহমান এবং এড.আয়নাল হক। 

এই বিভাগের আরো খবর