শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ডেমরায় সড়ক যানজটমুক্ত রাখতে কর্মসূচি পালন

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯  

ডেমরা (যুগের চিন্তা ২৪) : জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা যানজটের কবলে না পরে সময়মত যাতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারে সেই লক্ষ্যে ডেমরার সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে ভিন্ন রকম কর্মসূচি পালন করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন নিরাপদ জীবন চাই এর কর্মীরা।

 

সোমবার (৪ নভেম্বর) সকালে ডেমরার স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, হাজীনগর মোড়সহ বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।এ সময় তাদের প্রচেষ্টায় সড়কগুলো যানজটমুক্ত থাকায় পরীক্ষার্থীরা নির্বিঘেœ ও নিরাপদে কেন্দ্রে পৌঁছতে সক্ষম হয়।


নিরাপদ জীবন চাই এর সভাপতি মো.মোয়াজ্জেম হোসেন কিরণের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আরিফুর রহমান খাঁন, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম বাবলূ, সহ-সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক হাজী মাকসুদ আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মো.দুলাল, অর্থ সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক শাকিল খাঁন, প্রচার সম্পাদক মো.সেলিম, কার্যকরী সদস্য মঞ্জুর হোসেন প্রমুখ।

 

মো.মোয়াজ্জেম হোসেন কিরণ জানান জেএসসি ও জেডিসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। যাতে পরীক্ষার্থীরা যানজটের কবলে না পরে সময়মত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারে সেই লক্ষ্যে আমাদের সংগঠন এ কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা সকল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত ও মঙ্গল কামনা করছি।

 

এদিকে রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিকের নেতৃত্বে ডেমরার সড়কগুলোর বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্ট যানজটমুক্ত রাখতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর