শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

জঙ্গি সদস্য শেখ দিনাছ উদ্দিন ওরফে দ্বীন ইসলামের ২ দিনের রিমান্ড

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের সদস্য শেখ দিনাছ উদ্দিন ওরফে দ্বীন ইসলাম (৪০)-এর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত দ্বীন ইসলাম ব্রাক্ষণবাড়ীয়া জেলার সৈয়দটুলা এলাকার মৃত মুসলিম উদ্দিন ওরফে জারু মিয়ার ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গত (৩১ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে সানারপাড় বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে উত্তর-পূর্ব পার্শ্বে বিভিন্ন ছদ্মবেশ ও কৌশল অবলম্বন করে গোপন বৈঠক ও নাশকতামূলক কর্মকাণ্ডের সময় আসামিকে গ্রেফতার করে র‌্যাব-১১। সে সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়। 


প্রাথমিক তদন্তে জানা যায় যে, আসামি শেখ দিনাছ উদ্দিন ওরফে দ্বীন ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার উল্লাহ বাংলা টিম (এবিটি)’-এর সক্রিয় সদস্য।

এই বিভাগের আরো খবর