শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

ক্রিকেট বলে লালা-ঘাম ব্যবহার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২০  

মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে খেলায় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে ক্রিড়া সংস্থাগুলো। এর মধ্যে আইসিসি মেডিকেল কমিটি বেশি কিছু নির্দেশনা দিয়ে গাইডলাইন তৈরি করেছে। অনেক দিন ধরে আলোচনা চলছে ক্রিকেট বলে লাল বা ঘাম ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে। অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজেদের গাইডলাইনে এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে আইসিসি।


আইসিসির নতুন গাইডলাইনে বলে লালা বা ঘাম ব্যবহারে নিষেধাজ্ঞা ছাড়াও আরও কিছু বিধি নিষেধ দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে বল ধরার পূর্বে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও বল ধরার পর চোখ, নাক বা মুখে হাত দেওয়া যাবে না। মাঠে বল নিয়ন্ত্রণ করার জন্য আম্পায়ারদের হাতে গ্লাভস পরে নামতে হবে।


এছাড়াও মাঠে ফিল্ডিং করার সময় নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে করতে হবে। খেলার মাঝে অপ্রয়োজনে কোনোভাবেই একজন ক্রিকেটার অন্যজনকে স্পর্শ করতে পারবে না। বোলাররা বোলিং করতে আসলে আম্পায়ারকে নিজের জার্সি, ক্যাপ বা সানগ্লাস খুলে দিতো। তবে করোনা পরবর্তী সময়ে এক্ষেত্রেও নিষেধাজ্ঞা এনেছে আইসিসি। নিজের জার্সি, সানগ্লাস বা ক্যাপ নিজেকে যত্ন করতে হবে। এমনকি মাঠের সতীর্থকেও দেওয়া চলবে না।

 

নির্দিষ্ট দেশের সরকারের অনুমতি সাপেক্ষে ক্রিকেট শুরু করতে পারবে। তবে ট্রেনিংয়ে ফেরার আগে প্রত্যেক খেলোয়াড়ের করোনা টেস্ট করা হবে। কারো পজেটিভ থাকলে তাকে পরিপূর্ণ ভাবে আইসোলেশন মেনে সুস্থ হয়ে আসতে হবে। আর কারো নেগেটিভ আসলেও ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে আসতে হবে। এসব ক্ষেত্রেও নিজের ক্রিকেটীয় সামগ্রীর যত্ন নিজেকেই নিতে হবে।

 

এদিকে, জুলাইতে ইংল্যান্ডের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সফর দিয়ে আবার ক্রিকেট ফেরানোর কথা চলছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও তাতে সম্মতি দিয়েছে।

 

এই বিভাগের আরো খবর