শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

করোনা-দুর্যোগ উত্তরণ সমন্বয় কমিটি ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১ মে ২০২০  


করোনা-দুর্যোগ উত্তরণ সমন্বয় কমিটির উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে শহেেরর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সামনে এ ত্রাণ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, চিনি, লবণ, সেমাই ও হাত ধোয়ার সাবান। 


বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি, যুগ্ম আহ্বায়ক এড. এবি সিদ্দিক, এড. আওলাদ হোসেন, ভবানী শংকর রায়, নিখিল দাস, তরিকুর সুজন, এড. প্রদীপ ঘোষ বাবু, দুলাল সাহা, গোবিন্দ সাহা প্রমুখ।


এসময় রফিউর রাব্বি বলেন, দীর্ঘদিন কর্মহীন থাকার ফলে মানুষের মধ্যে অভাব প্রকট হয়েছে। নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবার শুধু নয় মধ্যবিত্ত পরিবারেও এখন তীব্র সংকট চলছে। সরকার যেভাবে ত্রাণ বিতরণের বর্ণনা দিচ্ছে তার সাথে বাস্তবতার যেমন মিল নেই আবার তাদের ত্রাণ-তৎপরতায় সমন্বয়েরও অভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা নারায়ণগঞ্জের বিত্তবান মানুষদেরকে দুর্গত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরো খবর