শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ঐক্যফ্রন্ট ছাড়লেন কাদের সিদ্দিকী

প্রকাশিত: ৮ জুলাই ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করেছেন। সোমবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের নিষ্ক্রিতার অভিযোগ এনে তিনি এ ঘোষণা দেন।

 

এ সময় কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন-পরবর্তী এই ৭ মাস জাতীয় ঐক্যফ্রন্টের কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। 


তিনি আরও বলেন,  আনুষ্ঠানিকভাবে মতিঝিলে তার (ড. কামাল হোসেন) অফিসে একটি অসমাপ্ত বৈঠক ছাড়া কখনো কোন নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে মিটিং হয়নি। তাতে মনে হয়,  কোনোকালে কখনো জাতীয় ঐক্যফ্রন্ট নামে বাংলাদেশে কোন রাজনৈতিক জোট গঠন হয়নি। 


কাদের সিদ্দিকি বলেন, এমতাবস্থায় দেশের জনগণের প্রকৃত পাহারাদার হিসেবে গঠিত কৃষক শ্রমিক জনতা লীগ বসে থাকতে পারে না। জাতির এই ক্রান্তিলগ্নে জনগণকে পাশে নিয়ে আমরা নতুন উদ্যমে পথ চলা শুরুর অঙ্গীকার করছি।

এই বিভাগের আরো খবর