শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

আড়াইহাজারের অহিদুল হত্যা মামলায় ৪ জন খালাস

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারের অহিদুল হত্যা মামলায় ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত । মঙ্গলবার ( ১২ নভেম্বর ) দুুপুরে আসামিদের উপস্থিতিতে সাক্ষী প্রমাণ প্রমাণিত না হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) শেখ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন। মামলা নং- ৯(৩)১৩ , সেশন নং ১১৫৪/১৩ ।

মৃত অহিদুল আড়াইহাজারের কদমতলী এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। খালাস প্রাপ্ত আসামিরা হলেন, আঃ রহিম, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, রুহুল আমিন ।

এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. জাসমীন আহমেদ জানান, আড়াইহাজার থানার অহিদুল হত্যা মামলায় ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ রায় দেন আদালত ।

প্রসঙ্গত, ২০১৩ সালে ৯ মার্চ ওয়াজ মাহফিল শেষে বাড়িতে ফিরার পথে নিখোঁজ হন। পরে ২০ মার্চ আড়াইহাজার থানাধীন জাঙ্গালিয়া চেঙ্গাকান্দি পাড়া আবুল হোসেন চেয়ারম্যানের বাড়ির পাশের ভরাট ভিডির উপর অহিদুলের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তার ছোট ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 

এই বিভাগের আরো খবর