শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

আসামি ও বাদীর উপস্থিতিতে ডিস বাবুর ছেলের জামিন শুনানি বৃহস্পতিবার

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতির ডিজিটাল আইনে দায়ের করার মামলায় ১৭নং ওয়ার্ডের বির্তকিত কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবুর ছেলে এমআরকে রিয়েনের জামিন শুনানির দিন আগামীকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত।


বুধবার (৩০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয় । এ সময়ে আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার আসামি ও বাদীর উপস্থিতিতে জামিন শুনানির দিন ধার্য করেন  জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান ।


নারায়ণগঞ্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) এড. ওয়াজেদ আলী খোকন জানান, আসামি পক্ষের আইনজীবী বলেন আমার মক্কেল একজন ছোট্ট মানুষ । সে অর্নাসের ছাত্র । ছোট্ট মানুষ ভুলবত ফেইসবুকে এই পোস্ট দেন । এ সময়ে আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার আসামি ও বাদীর উপস্থিতিতে জামিন শুনানির দিন ধার্য করেন  জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান ।


প্রসঙ্গত , সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও অশালীন শব্দ ব্যবহার করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকে হুমকি, ধমকি ও ভীতি প্রদর্শন করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে বাদী হয়ে মঙ্গলবার রাতে ডিজিটাল আইনে মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। এরপরপরই ডিসবাবুর পাইকপাড়ার বাসায় অভিযান চালিয়ে রিয়েনকে গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ।


নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ডিজিটাল আইনে মামলা দায়েরের পরপরই পুুলিশ আব্দুল করিম বাবুর পাইকপাড়ার বাসায় অভিযান চালিয়ে আসামি রিয়েনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে রিয়েন ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার কথা স্বীকার করেছে।


গত রোববার (১৩ অক্টোবর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বক্তব্যে বলেন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সবসময়ই ডিসি সাহেবরাই সভাপতি হতেন। কিন্তু কোনো এক অদৃশ্য সূতার টানে কাউন্সিলর আব্দুল করিম বাবু, যাকে ডিস বাবু হিসেবে মানুষ চিনে সে সভাপতি হয়ে আছে। তার মতো একজন অপরাধী কীভাবে সে স্কুলের সভাপতি হয়?। তার এমন বক্তব্যে ক্ষুদ্ধ হন ডিস বাবুর ছেলে রিয়েন।


১৪ অক্টোবর তার ফেসবুক এ্যাকাউন্টের ‘মাই ডে’ স্টোরিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমকে ‘রাজাকার পুত্র’, এমনকি জনতা ব্যাংকের টাকা আত্মসাতকারী হিসেবে উল্লেখ করে অশালীন মন্তব্য করেন। সেই সাথে মাসুমকে নারায়ণগঞ্জ থেকে তাড়িয়ে দেয়ার হুমকিও দেন রিয়েন।
 

এই বিভাগের আরো খবর