শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

আশিক হত্যা মামলায় খলিল মেম্বারসহ ১১ আসামী রিমান্ডে

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্দরে আশিক হত্যা মামলায় খলিল মেম্বারসহ ১১ আসামীকে  ১ দিনের রিমান্ডে নিয়েছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮) ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন বন্দর থানা পুলিশ। পরে আদালত উভয় পক্ষের শুনানী শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। 


রিমান্ড প্রাপ্ত আসামীরা হলেন, খলিলুর রহমান (৪৮), ফাহাদ (২০), দিপু (৩০), অপু (২৮), মুন্না (২২), সুজন (২৮), কামাল হোসেন (৫০), মাইনুদ্দিন (২০), আরিফ (২৫), মনির (৪০), মারুফ (২৮)। 


মামলার এজহারে উল্লেখ্য করেন,গত ১১ জানুয়ারি মদনপুর টেম্পু স্টান্ডকে কেন্দ্র করে আমির হোসেন গ্রুপ ও খলিল মেম্বারের লোকজনের সাথে সংঘর্ষ জড়িয়ে পরে। এসময় উভয়ের মধ্যে ইটপাটকেল ও গুলি বিনিময় হয়। 


দুই পক্ষের সংঘর্ষের মাঝে আমির হোসেন গ্রুপের লোক আশিক মারাত্বক আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া পথে আশিকের মৃত্যু হয়। পরে আশিকের পরিবার খলিল মেম্বারসহ কয়েকজনকে আসামীকে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  
 

এই বিভাগের আরো খবর