শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

আনোয়ার হত্যা মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ১৯ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : আড়াইহাজারে  আনোয়ার হোসেন হত্যা মামলায় শ্যামল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত ‌।  শ্যামল মোল্লা আড়াইহাজারে বারোয়ারী মধ্যপাড়া এলাকার মৃত. আঃ রউফের পুত্র ।

 

বুধবার ( ১৯ জুন ) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহ্ মোহাম্মদ জাকির হাসানের আদালত আসামীর উপস্থিতিতে  এ রায় প্রদান করেন।

 

প্রসঙ্গত, ২০১১ সালে আড়াইহাজারে স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্টের খেলার সময়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা ঘটনার এক পর্যায়ে শ্যামল মোল্লা আনোয়ারকে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করলে হাসপাতালে নেওয়া পথে আনোয়ার হোসেনের মৃত্যু ঘটে । পরে আনোয়ার হোসেনের স্ত্রী হাওয়া বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন । এই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন ।

এই বিভাগের আরো খবর