শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

৫০০ দুঃস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করলো জেলা কারাগার

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের মোকাবেলায় কারা কর্মকর্তা ও কারারক্ষীদের উদ্যোগে ৫০০ গরীব-দুঃস্থ পরিবারকে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা কারাগার।
 


মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেল সুপার সুভাষ কুমার ঘোষের নেতৃত্বে কারাগার চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেল সুপারের সহধর্মীনি লিপি রানী ঘোষ, জেলার রফিকুল ইসলাম, ডেপুটি জেলার আরিফুর রহমান, তানিয়া জামান, সোহরাফ হোসেন প্রমুখ।


 
জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কারা কর্মকর্তা ও কারারক্ষীদের জন্য প্রদত্ত প্রায় এক মাসের রেশনের সমপরিমাণ রেশন গরীব, অসহায় ও দুঃস্থ ৫০০ পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ টা সাবান ও ১টি মাস্ক দেয়া হয়েছে।  
 


তিনি আরো জানান, পাশপাশি কারাবন্দীরাও করোনা মোকাবেলায় মাস্ক তৈরি করছে। এ সংকটময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবামূলক কাজ হিসেবে মাস্ক তৈরিতে তারা কোন পারিশ্রমিক নেয়নি।

এই বিভাগের আরো খবর