বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

৫টি ড্রেজার গুড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ

প্রকাশিত: ১৮ জুন ২০১৯  

 

সোনারাগাঁ (যুগের চিন্তা ২৪) :  সোনারগাঁয়ে চর রমজান এলাকায় মেঘনার শাখা নদীর প্রবেশমুখ ভরাটের অভিযোগে এক্সাভেটর (ভেকু) দিয়ে ৫টি ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।মঙ্গলবার (১৮ জুন) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ড্রেজারগুলো গুড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চর রমজান সোনাউল্লাহ মৌজায় মেঘনা নদীর শাখা নদীর প্রবেশমুখ ভরাট করা শুরু করে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। ওই চক্র অস্ত্রের মহড়া দিয়ে চর দখলের মতো নদী ও সরকারি সম্পত্তি দখল করার চেষ্টা করে। কমপক্ষে ৫০-৬০ জন লাঠি,  রামদা,  চায়নিজ কুড়াল নিয়ে মেঘনা নদীর তীরে ট্রলারে করে মহড়া দেয়। 

জানা যায়,  মেঘনার শাখা নদীটি ভরাট হলে কমপক্ষে ৪০ বিঘা জমি দখল হয়ে যাবে। এই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মো. শহীদুল্লাহ জানান, নদীখেকোরা মেঘনার শাখা নদীর প্রবেশমুখে ড্রেজার দিয়ে বালু ফেলে শাখা নদীটি ভরাটের মাধ্যমে জায়গা দখলের পায়তারা করছিল।

গত ২৮ মে ওই এলাকায় মেঘনার শাখা নদীর প্রবেশমুখ ভরাট করাকালীন ১২টি ড্রেজার গুড়িয়ে দিয়েছিল বিআইডব্লিউটিএর অভিযানকারী দল। মঙ্গলবার বিকেলেও আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ট্রলারে থাকা ক্যাডাররা পালিয়ে যায়। এসময় আমরা সেখানে থাকা ৫টি ড্রেজার গুড়িয়ে দিয়েছি।

এই বিভাগের আরো খবর