শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

৫ ড্রেজার শ্রমিককে কারাদণ্ড, ৩ দোকানিকে জরিমানা

প্রকাশিত: ১৫ মে ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণের অভিযোগে ৫ ড্রেজার শ্রমিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (১৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে-আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, রুহুল আমিন ও শাকিল মিয়াকে ১ বছর এবং হাফিজ মিয়াকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 


এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে পৌরসভার দৌলরবাগস্থিত সাদিয়া ব্রেড এন্ড বিস্কুট বেকারীর মালিক জাকির হোসেনকে ৫০ হাজার টাকা, রসের হাড়ি নামের একটি মিষ্টি কারখানার মালিক বিল্লাল হোসেনকে ২০হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে মোগরাপাড়া চৌরাস্তায় মিস্টার টুইস্ট নামের একটি কনফেকশনারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এই বিভাগের আরো খবর