বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

৪৫ টাকার পেঁয়াজ নিয়ে কাড়াকাড়ি, ভিড় সামলাতে লাথি (ভিডিও)

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জের ৩টি স্পটে পেঁয়াজের বাজারের ‘অস্থিরতা’ ঠেকাতে ৪৫ টাকা  কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (২  ডিসেম্বর) দুপুরে নতুন কোর্টের সামনে, কালেক্টরেট জামে মসজিদের সামনে লিংক রোডে এবং সস্তাপুরে টিসিবির ৩টি ট্রাকে ৬ টন পেঁয়াজ নিয়ে বিক্রি শুরু করে টিসিবির ডিলাররা। 

 

তিনটি স্পটেই টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে প্রচুর মানুষের ভিড় হয়। এরমধ্যে অনেকে পেঁয়াজ কিনতে কাড়াকাড়ির মধ্যেই নতুন কোর্ট এলাকায় টিসিবির ট্রাকে উঠতে চাইলে লাথি দিয়ে ফেলে দেয়ার অভিযোগ এক ডিলারের বিরুদ্ধে।

নতুন কোর্টের সামনে টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনেছেন আবির হোসেন। তিনি বলেন, পেঁয়াজের বাজার অস্থিতিশীল বলে মানুষ কম দামে পেঁয়াজ পেয়ে পাগলের মতো টিসিবির ট্রাকে ঝাঁপিয়ে পড়ে। কোন শৃঙ্খলা নেই। অনেকে পেঁয়াজ কিনতে ট্রাকে উঠতে চাইলে বাধ্য হয়ে ডিলার লাথি দিয়ে তাদের ট্রাক থেকে নামিয়ে দেয়। প্রতিজনকে ১ কেজির বেশি পেঁয়াজ দেয়া হয়নি। 

 

ক্রেতাদের লাথি মারার কারণ জানতে চাইলে টিসিবির নারায়ণগঞ্জের ডিলার হাতিয়া স্টোরের কর্মী হারুনুর রশীদ বলেন, পেঁয়াজ বিক্রি শুরু করার পরপরই মানুষ পারেনা আমাকে খেয়ে ফেলে। অথচ সবাই লাইন ধরে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকলে পেঁয়াজ কিনতে অসুবিধা হতোনা। তাদের বারবার বারণ করলেও তারা শুনেনি। ট্রাকে উঠার চেষ্টা করছে বারবার।এমনকি পেঁয়াজ দিয়ে তারা ঢিলও ছুঁড়েছে। খুবই বিশৃঙ্খলা তৈরি করছিলো মানুষ। ট্রাকে পেঁয়াজ থাকা পর্যন্ত বিক্রি করতে তো আমার কোন সমস্যা নেই। 

 

টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো.মিশকাতুল আলম বলেন, সরকার বরাদ্দ দেয়া অব্যাহত রাখা পর্যন্ত পেঁয়াজ বিক্রির কার্যক্রম নারায়ণগঞ্জে এটি চলমান থাকবে। পেঁয়াজ না বরাদ্দ দিলে কিভাবে পেঁয়াজ দেয়া যাবে।
 

এই বিভাগের আরো খবর