বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

৩ বছরেও শেষ হয়নি ২০ মিটার সেতুর কাজ

প্রকাশিত: ১৯ মে ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ৩ বছরেও শেষ হয়নি বন্দরের লক্ষণখোলা ২০মিটার সেতুর নির্মাণ কাজ। ঠিকাদারের গাফিলতি, পুরনো ব্রিজ ভাঙ্গায় দীর্ঘসুত্রিতা এবং ব্রিজের আশপাশের জায়গা দখল মুক্ত করতে কালক্ষেপণের কারণে শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ।

 

নারায়ণগঞ্জ সিটি করপেরেশনের ২৫ নং ওয়ার্ডে জাইকার অর্থায়নে স্বল্প দৈর্ঘ্যরে এ  ব্রিজ নির্মাণ কাজ শুরু ২০১৭ সালের ৫ মার্চ । কিন্তু দীর্ঘদিনেও ক্ষুদ্র ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন ওই ওয়ার্ডের প্রায় ২০হাজার বাসিন্দা। 


লক্ষণখোলা এলাকার আবু তাহের জানান, এক বছরের কাজ দীর্ঘ ৩ বছরেও সম্পন্ন করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার। নির্মাণ কাজে ধীর গতির কারণে জনর্দূভোগ চরম আকার ধারণ করেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।  

 

সূত্র জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠান চকোরিয়া কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী গিয়াসউদ্দিন আহমেদ ব্রিজ  নির্মাণ কাজের ঠিকাদারী পান। নতুন ব্রিজ নির্মাণের জন্য তিনি ৩বছর আগে পুরনো ব্রিজটি ভেঙ্গে ফেলেন। এরপর নতুন ব্রিজ নির্মাণ শুরু হলেও কাজে ধীর গতির কারণে ৩বছরেও ব্রিজ নির্মাণ সম্পন্ন হয়নি। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন গিয়ে ব্রিজ নির্মাণস্থলে কাউকে পাওয়া যায়নি। 

 

এ সময়  এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দুই বছর আগেই কাজের মেয়াদকাল শেষ হয়ে গেছে। কিন্তু এখনও নির্মাণ শেষ করতে পারেনি  ঠিকাদার । ঠিকাদারের স্বেচ্ছাচারিতার  কারণে এ পথে যাতায়াতকারী  হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। 

 

এ ব্যাপারে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেরে কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্রিজের কাজ শেষ । ঈদের আগেই মানুষ ও যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করি। 

 

এ ব্যাপারে ঠিকাদার গিয়াসউদ্দিন আহমেদ বলেন, লক্ষণখোলা ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষ। এখন চলছে অ্যাপ্রোচ রোড নির্মাণ। ঈদুল ফিতরের আগেই ব্রিজটি চলাচলের জন্য খুলে দেয়া হবে। পুরনো ব্রিজ ভাঙ্গতে অনেক সময় লেগেছে। এ ছাড়া ব্রিজের দুই পাশের জায়গা দখল মুক্ত করতে সময় লাগায় ২০মিটার ব্রিজ নির্মাণে ৩বছর লেগেছে। 

 

তিনি আরও বলেন সিডিউল অনুযায়ী কাজ হয়েছে। কোন অনিয়ম কিংবা গাফিলতি হয়নি।

এই বিভাগের আরো খবর