বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

২৫ মার্চ শহীদদের স্মরণে উন্মেষের মোমবাতি প্রজ্বলন

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ২৫ মার্চ  ভয়াল কাল রাত্রিকে স্মরণ করে শহীদদের শ্রদ্ধা জানাতে উন্মেষ সাংস্কৃতিক সংসদের মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।  


উন্মেষ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সিপিবির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মন্টু ঘোষ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে  উন্মেষ সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় ‘আমি বিরাঙ্গনা বলছি’ শ্রুতি নাটক প্রদর্শিত হয়। এছাড়া নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, কবি মো. সেলিম ও উন্মেষের বন্ধু শিবির আবৃত্তি পরিবেশনা করেন।
 

এই বিভাগের আরো খবর