বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

২৫ বছরের মধ্যে বিয়ে না করলেই শাস্তি !

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : বয়স ২৫ বছর হওয়ার আগেই বিয়ে সেরে ফেলতে হবে, নয়তো পেতে হবে শাস্তি। সে শাস্তি দেয়ার দায়িত্ব আত্মীয়-স্বজনদেরই। ডেনমার্কে রয়েছে এমন অদ্ভুত এক প্রথা।


শাস্তি হিসেবে তাদের জন্মদিনে সারা গায়ে দারুচিনির গুঁড়া ছড়িয়ে দেয়া হয়। সে সঙ্গে পানিও ছিটিয়ে দেন। যাতে দারুচিনির গুঁড়া গায়ে লেপ্টে যায়। এটা করতে কারো অনুমতির প্রয়োজন নেই। এমনকি কোনো অভিযোগও করতে পারবে না ভুক্তভোগী। তারা মনে করেন, এটা মূলত মনে করিয়ে দেয়া।


এই প্রথার শুরুটা হয়েছিল বহু শতক আগে। মশলা বিক্রির জন্য যেসব সেলসম্যান ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায়, তাদের পক্ষে ঘর-সংসার পাতা প্রায় অসম্ভব হয়ে উঠতো। এমন অবিবাহিত সেলসম্যানদের ‘পেপার ডুডস’ বলা হতো। ডেনমার্কের তরুণরা যাতে তাদের পথে না হাঁটেন, সেজন্যই এ প্রথার তৈরি।

এই বিভাগের আরো খবর