বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

২০২০ সালে রেমিটেন্স কমবে ২২ শতাংশ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাসের মহামারিতে দেশের অর্থনীতি বিপর্যস্ত। বিশ্বের প্রায় সব দেশেই চলছে লকডাউন। কর্মজীবী মানুষের হয়েছে পড়েছেন কর্মহীন। প্রবাসীরা নানা কষ্টের মধ্যে দিনযাপন করছেন। কোনো কাজ না থাকায় দেশে তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারছে না প্রবাসীরা। এ কারণে ২০২০ সালে বাংলাদেশের রেমিটেন্স কমবে ২২ শতাংশ। এ ছাড়া বিশ্বে রেমিটেন্স কমবে ২০ শতাংশ। 

গতকাল ওয়াশিংটন থেকে প্রকাশিত অভিবাসন ও উন্নয়ন নিয়ে বিশ্বব্যাংকের সর্বশেষ রিপোর্টে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক বলছে, এ বছর বাংলাদেশে রেমিটেন্স কমে ১৪ বিলিয়ন বা ১ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়াবে। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার সব দেশে ২০২০ সালে রেমিটেন্স কমবে।

গত ১২ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট ৮০ কোটি ৪০ লাখ ডলার দেশে পাঠায়। তবে শেষ ১৯ দিনে আসে মাত্র ৪৮ কোটি ২৮ লাখ ডলার। যে কারণে মার্চ মাসে মাত্র ১২৮ কোটি ৬৮ লাখ ডলার প্রবাসী আয় আসে। গত বছরের একই মাসে এর পরিমাণ ছিল ১৪৫ কোটি ৮৬ লাখ ডলার।
 

এই বিভাগের আরো খবর