শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

১৯ প্রার্থীর নির্বাচন বয়কটে নিয়ম রক্ষার বার নির্বাচন (ভিডিও)

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট: নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে বার সমিতির নির্বাচন থেকে ১৯ প্রার্থী বয়কট ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের ১৭ প্রার্থী সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

 

এর ঘন্টাখানেক পর দিপু-পলু প্যানেলের অবশিষ্ট দুই প্রার্থী মামুন সিরাজুল মজিদ ও রোমেল মোল্লাও নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

 

ফলে ২৯ জানুয়ারির নির্বাচন পরিণত হয়েছে আনুষ্ঠানিকতায়। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১৭ প্রার্থীই নির্বাচনে ভোট আশা করছেন।

নির্বাচনী ভেন্যু নিয়ে বিতর্কের জেরে নির্বাচন থেকে সরে দাঁড়ান প্রার্থীরা। 

 

সোমবার নিজের অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এড.আখতার হোসেন।

 

এরআগে গত ১৯ জানুয়ারি এড.আনিসুর রহমান দিপু ও এড.হাবিব আল মুজাহিদ পলু প্যানেলের ১৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। অভিযোগ ছিলো, হুমকি-ধমকি, নানান ধরণের চাপ ও নির্যাতনের মুখে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিলো।   
 

এই বিভাগের আরো খবর