মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

১৪ বছরেও সম্পন্ন হয়নি সিরিজ বোমা হামলার বিচারকার্যক্রম

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ১৪ বছরেও সম্পন্ন হয়নি নারায়ণগঞ্জে ১৭ আগস্টে সিরিজ বোমা হামলার বিচারকার্যক্রম। বোমা বেস্ফোরণের ঘটনায় দুটি পৃথক মামলা হলেও, এ মামলা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।


২০০৫ সালে এই দিন নারায়ণগঞ্জ জেলা আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দুটি জায়গায় পর পর বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সে সময়ের ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করেন।


মামলায় প্রথমবস্থায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। পরবর্তীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর দায় স্বীকার করায়, এ সংগঠনের প্রধানসহ ১৪ জনকে অভিযুক্ত করে ২০০৬ সালের ২৯ জানুয়ারি আদালতে চার্জশিট দেয় পুলিশ।


এতে অভিযুক্ত ১৪ জন হলেন, জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, সাইফুল্লাহ্, আকতার হোসেন, আবুল হোসেন, আতাউর রহমান সানি, তানভীর ওরফে জিয়াউর, ওবায়দা ওরফে জিয়াউল, রবিউল ইসলাম, আরিফুল, ফতুল্লার শাসনগাঁও এলাকার আবদুল আজিজ, আতাউর রহমান, রকিবুল ইসলাম ও মাজু মিয়া।


আসামিদের মধ্যে অন্য মামলায় আবদুর রহমান, বাংলা, সাইফুল্লাহ্, আকতার হোসেন ও আবুলে হোসেনের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অন্য আসামিরা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। সাক্ষ্যগ্রহণ চলছে।


এক দশকেরও বেশি সময় ধরে সাক্ষ্যগ্রহণ চলার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে এর জবাবে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই বলেন, বেশিরভাগ জঙ্গি সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলা রয়েছে। তাই অনেক সময় তাদেরকে নির্ধারিত তারিখে হাজির করা সম্ভব হয় না। এ কারণে তারিখ পিছিয়ে যায়।


নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, জঙ্গিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর প্রায় সবই আদালতে বিচারাধীন রয়েছে। মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ চলছে। আশা করা যাচ্ছে অচিরেই মামলার কাজ শেষ হবে।


এদিকে গত বছর ১ আগস্ট ২০০৫ সালের ১৭ আগস্ট নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেএমবির সিরিজ বোমা হামলা মামলার আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের ( জেএমবি) সদস্য কেফায়েতুর রহমান ওরফে নোমানকে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব-১১।


উল্লেখ্য, ইসলামি রাষ্ট্র  প্রতিষ্ঠান জন্য সশস্ত্র যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে জেএমবি ২০০৫ সালের ১৭ আগস্ট দুপুর ১২টার দিকে দেশের মুন্সিগঞ্জ ছাড়া সবগুলো জেলায় একাধিক স্পটে বোমা হামলা করে। সংগঠনটি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত হয়ে ইতোমধ্যে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়েছে।

এই বিভাগের আরো খবর