মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

১৪ এপ্রিল পর্যন্ত বাড়লো সাধারণ ছুটি

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট : করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। 

 

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সচিব শেখ ইউসুফ হারুন।

 

প্রজ্ঞাপনটিতে, আগামী ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের কারণে পূর্বনির্ধারিত ছুটি থাকায় মোট ২০ দিনের ছুটি পাচ্ছেন দেশবাসী।

 

এর আগে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।  পরে গত ১ এপ্রিল (বুধবার) ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
 

এই বিভাগের আরো খবর