শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

১০০ দুঃস্থ পরিবারের মাঝে ‘জাগো ডিএস’ এর ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০ মে ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নগরীর পশ্চিম দেওভোগে এলাকায় ১০০ গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সমাজ কল্যাণ সংগঠন জাগো ডি এস।শুক্রবার (১০ মে)  সকালে পশ্চিম দেওভোগ দাতা সড়ক এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 


এ সময় যুব সংঘ ও সমাজ কল্যাণ সংগঠন জাগো ডি,এস এর সভাপতি হৃদয় খন্দকার বলেন,  আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যাদের সারা বছরই নুন আনতে পান্তা ফুরায়। তাদের জন্য তো রোজা রেখে ইফতার করাটা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। তাদের জন্যই আমাদের এ আয়োজন। খুব ভালো লাগছে এ মানুষগুলোর মাঝে ইফতার সামগ্রী দিতে পেরে। 


সহ-সভাপতি আরিফ হোসেন বলেন, তরুণরাও যে পারে আজকের এ কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা আজ তার দৃষ্টান্ত রাখতে পেরেছি। ভবিষ্যতে আমাদের এ কার্যক্রম  আরো বৃহৎ পরিসরে করা আশা করছি।


এ সময় সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু , সানি, রাকিব,  তামিম, রাকিব, রুপম, অনিক, বিকি, রাজু, নিরব, নিলয়, আফ্রিদি, চাহাদ, অপু, জিসান, রাকিবুল, আল-আমিন, সজল, বাপ্পী, তুহিন, জিহাদ, সজিব, নয়ন, তুহিন, রুহুল আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর