শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

১০ পরিবহনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রেজিস্ট্রেশনবিহীন অনুনোমোদিত পরিবহন ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১০ পরিবহনকে ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমাবার (২১ অক্টোবর) সকালে ঢাকাÑনারায়ণগঞ্জ লিংক রোড়ে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট কাবেরী রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  


এ সময় বন্ধন পরিবহনকে ২ হাজার পরিবহনকে ২ হাজার টাকা, বন্ধু পরিবহনকে ২ হাজার ৫০০ টাকা, ২ টি মোটর সাইকেলকে ৯০০ টাকা, ২ টি পিকআপ ভ্যান ২ হাজার ৮০০টাকা, লেগুনা ৭০০ টাকা ও ২টি ট্রাককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


এ অভিযানে বিআরটিএ কর্মকর্তা ও পুুলিশ প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন।নির্বাহি ম্যাজিস্ট্রেট কাবেরী রায় জানান, মোটরযান অধ্যাদেশ  ১৯৮৩ এর ১৩৮, ১৪৩, ১৪৯ ও ১৫২ ধারায় গাড়ির লাইন্সেস, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন বিভিন্ন কাগজ না থাকায় এ জরিমানা করা হয়।

এই বিভাগের আরো খবর