বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

হোসিয়ারি শ্রমিক হত্যা : গ্রেফতার মিরাজের আরো ১ দিনের রিমান্ড

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪) শহরের টানবাজার টার্মিনাল ঘাট এলাকায় আরিফ (১৯) নামে এক হোসিয়ারি শ্রমিককে হত্যার অভিযোগে গ্রেফতার মিরাজকে আরো ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।


সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেনের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  মো. মিরাজ চান্দিনা থানার সাতবাড়িয়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।


রিমান্ডের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, মিরাজকে আবার পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।


প্রসঙ্গত, গত ২৯ আগষ্ট (বৃহস্পতিবার) কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজনকে সাথে নিয়ে আরিফকে ওয়াকওয়েতে ডেকে অতর্কিত হামলা চালায় সোহরাব ও তার সহযোগিরা।


এরপর আরিফের শরীরে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায় তারা। এ সময় আরিফের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


এ ঘটনায় পরদিন শুক্রবার সকালে নিহত আরিফের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলা আসামীর মধ্যে মো. মিরাজ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। মামলার অপর আসামী সোহরাব (৩০) এখনও পলাতক।
 

এই বিভাগের আরো খবর