শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

হোম কোয়ারেন্টাইন না মানায় ৩ জনকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে  বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে না মানায় ৩ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (২০ মার্চ) বিকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।


এর মধ্যে সনমান্দি ইউনিয়নের ইতালী প্রবাসী মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. কাদিরকে ৫০ হাজার টাকা, একই ইউনিয়নের ভাটিচর গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির হোসেনকে ১০ হাজার টাকা ও পৌরসভার হাড়িয়া এলাকার আজিজুল রহমানের ছেলে আতিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু অধিকাংশ প্রবাসীই তা মানছে না। তারা নির্দ্বিধায় চলাফেরা করছে। তাই এই তিন প্রবাসীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর