শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

হেরিটেজ স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহান শহীদ দিবস ও  আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  হেরিটেজ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্খিদের উপস্থিতিতে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 


হেরিটেজ স্কুলের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । পরে চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রতিযোগীতার ৬টি বিভাগের মোট ৩০ টি পুরস্কার প্রদান করা হয়।


মহান শহীদ দিবস ও  আন্তজার্তিক মাতৃভাষা  দিবসের  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেরিটেজ স্কুলের পরিচালক  মোরশেদ ইবনে রহমান, অধ্যক্ষ ড. মার্ক জেমস বার্থলোমিও, ভাইস প্রিন্সিপাল সানজিদা ইয়াসমিন, দেলোয়ার হোসেন কাজল, সূতপা দাস, বিশিষ্ট শিল্পপতি গোলাম রহমান মামুন ও সি.ই.ও মোহাম্মদ হাসান খান প্রমুখ ।

এই বিভাগের আরো খবর