শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

হেমন্তে

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

আর কত ফুটে ওঠার ছিল আরক্তিম, 
শিমুলের ছদ্মবেশে
এ রকম জবার বাগান ঘেঁষে অন্তত, সে রাগে এখনো
মরুর দেশে যে কোনো লালের আভাটুকু
নিজেরই মনে হয়..

 

এখানে এত বেশি সৌর বেদনা-শরীর পাত্র
উপচে পড়ে যায়
হতোদ্যম পিঁপড়েদের দেখে শকুনেরাই ছদ্ম
বেশে বলে ভ্রম হয়,


আর মনে হতে হতে থাকে, গভীর কোনো
অসংগতির দিকে চেয়ে
গাছে গাছে ফুলের বদলে ফুটে ওঠেছে
গণভবনের প্রজাপতি
হয়তো এ হেমন্তেই, সাপের আশ্রয়ে হয়ে উঠেছে
দূর পাহাড়ের মনোগ্রাহী।

 

জাহাঙ্গীর ডালিম