শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

হে অভিমানী

প্রকাশিত: ৩০ মে ২০১৯  

মনের ভেতর আর দুচোখের পাতায়
তুমি আছো নিরবে লুকিয়ে
তবুও অনুভবে কখনো কখনো
আমি তোমাকে পাই খুঁজে।

 

কোনো এক নিঝুম দ্বীপে 
হারিয়ে যেতে ইচ্ছে করে
মনের মাঝে কাল বৈশাখীর ঝড় ওঠে
তোমার চলে যাওয়ার পয়গাম শুনে।

 

দুচোখ আমার পথপানে তাকিয়ে থাকে
তোমাকে একটু দেখার আকুলতাতে
তবুও তোমায় দুচোখ পায় না দেখতে 
হায় ! দুঃখে দুচোখ আমার কেঁদে ওঠে।

 

হে অভিমানী কেন চলে গেলে ?
মা-বাবা, ভাই-বোন আর
এই ভালোবাসার ধরণী ছেড়ে।
হে অভিমানী কেন হারিয়ে গেলে ?


নাহার রহমান নুপুর