শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

হারানো শিশুকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা, পুলিশের প্রশংসা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু মাহিম (৭) কে ফিরে পেয়েছেন মা মুক্তা বেগম। নিখোঁজ হওয়ার দুই দিনের মধ্যে শিশুকে কাছে পেয়ে পুলিশের প্রশংসায় আত্মহারা হয়ে যান মুক্তা বেগম। 


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বন্দর থানা পুলিশের উপপরিদর্শক হানিফ মাহমুদ শিশু মাহিমকে তার মায়ের কাছে হস্তান্তর করেন। এর আগে ২৪ ফেব্রুয়ারি বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের সামনে থেকে ওই শিশুকে উদ্ধার করেন চিড়ইপাড়া এলাকার হালিম ও মাসুম নামের দুই ব্যক্তি।   


বন্দর থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ জানান, ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ থানার আঠারবাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের শিশু ছেলে মাহিম (৭) নিখোঁজ হয়। ২৪ র্ফেরুয়ারি বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের সামনে শিশু মাহিম একা দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। ওই সময় চিড়ইপাড়া এলাকার হালিম ও মাসুম নামের দুই ব্যক্তি শিশু মাহিমকে পেয়ে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে মাহিম নামের এক শিশু পাওয়া গেছে এই মর্মে ওসি স্যারের নিদের্শে সারা দেশের প্রত্যেক থানায় ম্যাসেজ দেয়া হয়।


নিখোঁজের জিডি করতে সংশ্লিষ্ট থানায় যায় শিশু মাহিমের পরিবার। আগাম বার্তায় হারানোর শিশুর সন্ধান পুলিশের মাধ্যমে পেয়ে বৃহস্পতিবার সকালে বন্দর থানায় এসে উপস্থিত হন নিখোঁজ মাহিমের পিতা জাহাঙ্গীর আলম, মাতা মুক্তা বেগম। এসময় সংবাদকর্মীদের উপস্থিতিতে হারানো শিশুকে কাছে পেয়ে পুলিশের প্রশংসায় আত্মহারা হয়ে ওঠেন পিতা-মাতা। 

এই বিভাগের আরো খবর