শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে নতি স্বীকার করা যাবে না : ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

ডেমরা (যুগের চিন্তা ২৪) : নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিসচা আন্দোলনের দীর্ঘদিনের দাবি ছিল সময়োপযোগী সড়ক পরিবহন আইনের।সেই দাবি আজ পূরণ হয়েছে। কিন্তু দুঃখের কথা, প্রয়োগের শুরুর দিন (১ নভেম্বর) থেকেই আইনটি হোঁচট খেয়েছে। এ আইন বাস্তবায়নে কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।


শনিবার (৩০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

 

ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে চলমান সংকট উত্তরণে নতুন সড়ক পরিবহন আইনের যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই। পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি যে ১১১টি সুপারিশ করেছে, তাতে এ আইন বাস্তবায়নের পথ নির্দেশনা রয়েছে। এতে পুরো সড়ক ব্যবস্থাপনা সিসিটিভি ক্যামেরায় আওতায় আনার কথা বলা হয়েছে। যাতে কেউ আইন ভঙ্গ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার শঙ্কা না থাকে।


তিনি আরও বলেন, যারা অন্যায় করবেন, তাদেরই শাস্তির আওতায় আনতে হবে। পরিবহন মালিক হোক বা শ্রমিক হোক, কারো চাপের মুখে নতি স্বীকার করা যাবে না। আইনের বাস্তবায়ন আটকে রাখা যাবে না। মানুষকে জিম্মি করে, সরকারকে বিব্রত করে যদি কেউ এই আইন বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এটাই এখন আমাদের দাবি। 

 


ইলিয়াস কাঞ্চন বলেন, আমার বিরুদ্ধে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলিনা। আমি অনিয়মের বিরুদ্ধে কথা বলি। যারাই অনিয়ম করেন, তাদের বিপক্ষে কথা বলি। কোনো চালক যদি মনে করেন, আমি তাদের বিরুদ্ধে কথা বলি, এটা দুঃখজনক।


অনুষ্ঠানে নিরাপদ সড়ক বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে চারজনকে সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ এবং ডিএমপির তেজগাঁও জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, নিসচা’র সদস্য আলী আকবর। বিগত দিনে সড়ক দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা ও নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানে শোক প্রস্তাব উপস্থাপন করেন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব ও নিসচা’র যুগ্ম মহাসচিব লায়ন মো.গনি মিয়া বাবুল।


নিসচা’র যুগ্ম মহাসচিব লিটন এরশাদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সাদেক হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা ‘নিরাপদ’র মোড়ক উন্মোচন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, নিসচা’র ভাইস চেয়ারম্যান শামীম আলম দীপেন, যুগ্ম মহাসচিব বেলায়েত হোসেন নান্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, অর্থ সম্পাদক নাসিম রুমি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন, সমাজকল্যাণ সম্পাদক আসাদুর রহমান, সহ-প্রচার সম্পাদক সাফায়েত হোসেন শাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, একে আজাদ, সহ-দপ্তর সম্পাদক সাবিনা ইয়াসমিন, নির্বাহী সদস্য কামাল হোসেন খান, সৈয়দ একরামুল হক, সেকান্দার আলমন রিন্টু প্রমুখ।

এই বিভাগের আরো খবর