মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

স্যামসাং নিয়ে আসছে নতুন ভাঁজ করা ফোন

প্রকাশিত: ৯ মার্চ ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : নতুন ধরনের ভাঁজ করা ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এ বছরের মেলায় বড় চমক ছিল ফোল্ডিং বা ভাঁজ করা স্মার্টফোনের পুনরায় আবির্ভাব। স্যামসাং সেখানে গ্যালাক্সি ফোল্ড নামের নতুন ফোনের ঘোষণা দিয়েছে।


এখানেই থেমে থাকছে না প্রতিষ্ঠানটি; গুঞ্জন উঠেছে, আরও দুটি নতুন মডেলের ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।


ব্লুমবার্গ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ভাঁজ করা স্মার্টফোনের দুনিয়ায় আরও দুটি মডেল আনার পরিকল্পনা করছে স্যামসাং। অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। নতুন ফোন দুটির মডেল গ্যালাক্সি ফোল্ডের চেয়ে আলাদা হবে।

 

গ্যালাক্সি ফোল্ড ফোনটিকে ২০১৯ সালের সুপার ফোন বলা যায়। স্যামসাংয়ের ডিভাইসটিতে ফোন মোডে থাকা অবস্থায় ৪ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে। ডিভাইসটি আনফোল্ডিং অবস্থায় ৭ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের পাওয়া যাবে। এটি বইয়ের মতো খোলা যায়। তবে নতুন মডেলের ফোন দুটি হবে ক্ল্যামশেল নকশার, যা লম্বালম্বিভাবে খোলা যাবে।


স্যামসাংয়ের নতুন ভাঁজ করা ফোন দুটি এ বছরের শেষ দিকে বা আগামী বছরে বাজারে আসতে পারে।

এই বিভাগের আরো খবর