বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

স্বাধীনতা দিবস

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯  

স্বাধীনতা কেমন ভাবে অর্জিত হয়েছে
সেটা দেখিনি,
শুনেছি গল্প দাদির কাছে অনেক
তবে এটুকু বুঝেছি যে,
আমরা আর পরাধীন নই ৷

 

বাবা গিয়েছিলেন যুদ্ধ করতে
পাক বাহিনীর বিরুদ্ধে
মরণের ভয় করেনি তখন
দেশ রক্ষার স্বার্থে ৷

 

শুনেছি সেদিন পাখিরা ডাকেনি
নড়েনি গাছের পাতা,
নারী শিশু ভুলেছিল পথ
গুলির শব্দে হারিয়েছে আনন্দ উচ্ছ্বাস ৷

 

শুনেছি যারা করেনি যুদ্ধ
তারা হয়েছেন মুক্তিযোদ্ধা, 
কেমন করে পেল আসল সনদ
লোক চক্ষুর অন্তরালে !

 

সব সুবিধা ভোগ করতে চায়
ভূয়া মুক্তিযোদ্ধা যারা,
বুকের তাজা রক্ত ঢেলে
রঞ্জিত করেছে পথ ঘাট তারা ৷
তাদের পরিবার অনাহারে মরে
দৃষ্টি নেইকো মানবতার ৷

 

জানি সব ঠিক হতে চলেছে
এ দেশ নয় রাজাকারের
বিধবা মায়ের আর্তনাদে
ভোরের আকাশে সোনাঝরা রোদ্দুর উঠবেই ৷

 

সুরাইয়া ইসলাম