শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও ৪ জন

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগরে চিন্তা ২৪) নারায়ণগঞ্জে বহুল আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন ।


তারা হলেন, নিহত প্রবীর চন্দ্র ঘোষের বন্ধু মলয় দে, স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি অরুণ কুমার দত্ত, সহসভাপতি রতন ঘোষ এবং সাধারণ সম্পাদক মুকুল মজুমদার । বুধবার (২০ মার্চ) বিকালে জেলা ও দায়রা জজ মো.আনিসুর রহমানের আদালতে এ সাক্ষ্য নেয়া হয় ।


এসময় মামলার বাদী পক্ষে উপস্থিত ছিলেন, নিহত প্রবীর চন্দ্র ঘোষ এর বাবা ঘোরানাথ ঘোষ ও ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষ ।


বাদী পক্ষের আইনজীবী ছিলেন, সরকারি পিপি এড. ওয়াজেদ আলী খোকন, রাষ্ট্র সহয়াক এড. মৃণাল কান্তি দত্ত বাপ্পি, এড. জয়ন্ত কুমার ঘোষ, এড. মুহাম্মদ আনিসুর, এড. জনি চন্দ্র গোপ প্রমুখ।


এসময় পিপি এড. ওয়াজেদ আলী খোকন জানান, আলোচিত প্রবীর হত্যা মামলার এ পর্যন্ত মোট ১৫ জন সাক্ষ্য দিয়েছে । এই মামলার সকল সাক্ষী সম্পন্ন হলে দ্রুত মামলা নিষ্পত্তি করা হবে ।

 
মামলার বাদী নিহত প্রবীর চন্দ্র ঘোষ এর ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষ যুগের চিন্তা ২৪ এর প্রতিবেদককে জানান, আমি আমার ভাইয়ের হত্যা মামলার আসামী পিন্টু, আব্দুল মামুন মোল্লা ও বাপন এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি ।

এই বিভাগের আরো খবর