বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

স্বপ্ন না থাকলে মানুষ কখনও বড় হতে পারেনা : অধ্যক্ষ নূর আক্তার

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সরকারী আদমজীনগর এম ডব্লিউ কলেজের অধ্যক্ষ নূর আক্তার বলেছেন, ভেতরে স্বপ্ন না থাকলে মানুষ কখনও বড় হতে পারেনা। স্বপ্ন থাকলে মানুষ অগ্রসর হতে পারে। প্রথমে আমাদের শিক্ষিত হতে হবে।

 

আমাদের আসল জায়গা হচ্ছে পরিবার। তাই আমরা বাবা-মা’কে শ্রদ্ধা করবো। কেননা, পৃথিবীতে তাদের উপর আর বড় কেউ নেই। সব কিছুতেই সন্তানের আশ্রয়স্থল হচ্ছে পরিবার। 


রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নূর ইসলাম, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী হোসেন আলা ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতি, স্থায়ী দাতা সদস্য সাব্বির আহমেদ প্রধান।


বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নায়েব আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোঃ আতিকুর রহমান, মোঃ লোকমান হোসেন, সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি লিপি আক্তার, অভিভাবক সদস্য জুয়েল ডি.এম, মোঃ আক্তার হোসেন খান, মোঃ সেলিম মজুমদার, সাহাব উদ্দিন প্রধান, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য শাহানাজ বেগম, কো-অপ্ট সদস্য আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদা প্রমূখ। আলোচনা শেষে এস.এস.সি. পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। 
 

এই বিভাগের আরো খবর