শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

স্পেনে করোনায় মৃত্যু এই প্রথম ৫০ এর নিচে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ মে ২০২০  

করোনার সংক্রমন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো। মার্চ মাসে লকডাউন ঘোষণা করেন ইউরোপের দেশ স্পেন। কিন্তু লকডাউন দিয়ে ধমাতে পারেনি করোনাভাইরাসকে। দিন দিন বেড়েই চলছিলো মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এই প্রথম দেশটিতে ৫০ এর নিচে নামলো মৃত্যুর সংখ্যা।


গত একদিনে স্পেনে ৪৮ জনের মৃত্যু হয়েছে। অবশ্য এই তালিকায় কাতালোনিয়ার মৃতের সংখ্যা অন্তর্ভূক্ত করা হয়নি। খবর আল জাজিরা ও রয়টার্সের।


বৃহস্পতিবার (২১ মে) ৪৮ জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৯৪০। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৩৭। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।


মৃত্যুর সংখ্যা ৫০ এর নিচে নামলেও দ্বিতীয়বারের মতো সংক্রমন ছড়িয়ে পড়তে পারে স্পেনে। এদিকে, দেশটিতে সংক্রমন কমার কারণে লকডাউন শিথিল করেছে সরকার রেস্টুরেন্ট, বার ও কিছু কিছু দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়া হয়েছে মানুষকে ঘরের বাইরে বের হওয়ার। হালাকা শরীরচর্চা করার।

 

এই বিভাগের আরো খবর