শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শহীদ মিনারে আড্ডা : রুখতে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শহীদ মিনারে বসে আড্ডা দেয়া শিক্ষার্থীদের রুখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২৩ জানুয়ারী) সকাল থেকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামছুল আরিফীন ও কামরুল হাসান মারুফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় আটক করা শিক্ষার্থীদের মৌখিক অঙ্গিকার নিয়ে ছেড়ে দেয়া হয়। সাথে সাথে স্কুল-কলেজ চলাকালীন সময়ে যাতে শহীদ মিনারসহ যেখানে সেখানে বসে আড্ডা না দেয় হয় সে ব্যাপারে সতর্ক করে দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ জানান, স্কুল-কলেজ  ফাঁকি দিয়ে শহীদ মিনারসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা বন্ধের লক্ষ্যেই আমাদের এ অভিযান। সকাল থেকেই এ অভিযান চলছে। জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

এই বিভাগের আরো খবর